• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আফিফ-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ১৯৪ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৫:৫৫ পিএম
আফিফ-মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ ১৯৪ 
ছবি সংগৃহীত

বড় স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের চোখ রাঙ্গিয়ে বিশেষ জার্সি পরে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার বোলারদের আগুন ঝরা বোলিংয়ের কাছে পরাস্ত বাংলাদেশের ব্যাটাররা। যার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯৪ রানে থেমেছে বাংলাদেশ দলের ইনিংস।

ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সপ্তম উইকেটে আফিফ-মিরাজের অবিচ্ছেদ্য ১৭৪ রানের জুটিতে ম্যাচ জিতেছিল টাইগাররা। আজও এই জুটি ৮৬ রানের জুটি গড়ে মান বাঁচাল বাংলাদেশের ইনিংসের। 

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক পেসারদের আগুন ঝরা বোলিংয়ের রেষানলে পড়েন বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেলদের বোলিং তোপে মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং চাপে পড়ে টাইগাররা। 

এরপর সেখান থেকে দলের হাল ধরেন আফিফ-মাহমুদউল্লাহ জুটি। তারা দুজনে মিলে করেন ৬০ রানের জুটি। কিন্তু রিয়াদ ২৫ রান করে শামসির বলে বিদায় নিলে একশ রানের আগেই থামে এই জুটি। ছন্দ হারানো বাংলাদেশ দল সেখান থেকে ঘুরে দাঁড়াতে যা একটু লড়লো আফিফ-মিরাজের ব্যাটে। আফিফের অর্ধশতিক হাঁকানো ১০৭ বলে ৭২ রানের ইনিংসের সঙ্গে মিরাজের ৪৯ বলে ৩৮ রানের পরেও বাকিদের ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে থেমেছে বাংলাদেশ দলের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা একাই তুলে নেন ৫টি উইকেট। এছাড়া এনগিদি, পারনেল, শামসি ও ভ্যানডার ডুসেন নেন ১টি করে উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ১৯৪/৯ (৫০ ওভার), টস - বাংলাদেশ

তামিম ইকবাল (১), লিটন দাস (১৫), সাকিব আল হাসান (০), মুশফিকুর রহিম (১১), ইয়াসির আলি রাব্বি (২), মাহমুদউল্লাহ (২৫), আফিফ (৭২), মেহেদি মিরাজ (৩৮), তাসকিন (৯*), শরিফুল (২) ও মোস্তাফিজ (২*)।

খেলা বিভাগের আরো খবর

Link copied!